কিছুদিন আগে নাগরকোট ঘুরে এলাম, নেপালী ভাষায় কোট মানে গ্রাম। নৈসর্গিক সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্য এটা, যদিও বখতপুর জেলার এ গ্রাম এখন আর গ্রাম নেই, উন্নত জীবনের অনেক কিছুই মিলবে এখানে, দুটো চারতারা হোটেল, এছাড়া তিনতারা মানের হোটেলের অভাব নেই। এখানকার বাসিন্দাদের অন্যতম আয়ের উৎস দুধের ব্যবসা, পুরো নেপাল তো বটেই এমনকি ভারতেও দুধ আর ...