পারতপক্ষে কখনও কোনো ক্লিনিক বা হাসপাতালে যাই না। খুব নিকটজন অসুস্থ হলেও না। যা করার চেষ্টা করি হাসপাতাল-ক্লিনিক কম্পাউন্ডের বাইরে থেকে। ভিতরে ঢুকলেই ফিনাইলের যে গন্ধ, সেটি সহ্য হয় না একেবারেই।
গত রোববার রাতে যেতে হলো ক্লিনিকে। নিকটজনের অসুস্থতায় দেখতে না গেলেও তারা মাইন্ড করেন না, কিন্তু নিজের অসুস্থতায় ক্লিনিকে না গেলে নিজের শরীরই মাইন্ড করে। নানান ছলছুতোয় মনকে এড়ানো গেল...