তখন স্কুলে পড়ি, ক্লাস সিক্স কি সেভেন । দাদার বদৌলতে ডায়ার স্ট্রেইটস, ইউরোপ, স্করপিওন শুনতে শুনতে আমিও তাদের সেইরকম ভক্ত । হঠাৎ একদিন শুনলাম অদ্ভুত একটা গান, গানটা শুনতে যখনই বসি, কেন যেন প্রচন্ড রাগ হয়, ক্ষোভ জমে, নিজেকে সত্যকার অর্থেই হাজার বছর ধরে গড়ে ওঠা নিরেট দেয়ালের একটা ইটের মতই মনে হয়, চোয়াল শক্ত হয়ে ওঠে, হাত মুঠো হয়ে যায় এই দেয়াল ভাঙ্গতে । হ্যাঁ আমি পি...