এইটা কিনলে ওইটা ফাও,
ডাইরি কিনলে বইটা ফাও।
কাগজ কিনলে কলম ফাও,
ডেটল কিনলে মলম ফাও।
ছাগল কিনলে খুটি ফাও,
মাখন কিনলে রুটি ফাও।
ইটা কিনলে বালু ফাও,
মাংস কিনলে আলু ফাও।
ফাওয়ের ভুবন বিশাল বড়
নেই কোনো তার শেষ,
কোনো কিছুই না কিনে ফাও
পেলে হত বেশ।
এই কথাটি ভেবে ভেবে
সাগর মিয়ার নাতি,
ঘুমিয়ে গেল দুয়ার খুলে
জ্বালিয়ে ঘরে বাতি।
ঘুমটি ভেঙ্গে দুঃখে নাতি
চেচিয়ে ওঠে জোরে,
ঘরে যে তার নেইতো কিছুই
...