আমি ছিলাম স্বয়ং বুদ্ধের মতো অর্ন্তমুখী ধ্যানে মগ্ন,
আকাশের নীল, পাহাড়ের সবুজ, সাগরের ঢেউ, কপোতের শুভ্র ডানা,
নির্ঝরনীর বুকে চাঁদের টলোমলো রূপ, বরষার প্রথম
হৃদয় শীতল করা স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়া, মলিন ডায়েরি- রঙিন কলম,
মন খারাপ করা সন্ধ্যায় গিটারের টুংটাং আর হৃদয়ের ক্যানভাসে
হাজারো স্বপ্নের আঁকিবুকি- এই ছিলো আমার নিত্যদিনের সহচর।
আমার নিবিষ্টতা ছিলো একান্ত ভালোলাগায়, নিমগ্নতা ছ...
আমার . . . সাদাকালো বেকার দুপুর মেঝেয় গড়াগড়ি-
এমন . . . . অলস ক্ষণেই মনের ভেতর বাড়ে বাড়াবাড়ি!
আমার . . . সস্তা সহজ ইচ্ছেরা সব করছে হুড়োহুড়ি,
তোমার . .. ব্যস্ত দিনের দরজায় আমি ক্যাম্নে কড়া নাড়ি!!
[১০ মে ২০০৭, অন্যপুর]