একটি অসম্পূর্ণ কবিতা
পরিত্যক্ত প্রেমের মতো
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ২:১১পূর্বাহ্ন)ক্যাটেগরি:
পরিত্যক্ত প্রেমের মতো...
ঘাসের মতো নির্বিকার দাড়িয়েঁ আছি
পরবর্তী দলিত হবার অপেক্ষায়
শিশিরের স্নিগ্ধতায় চাঁদ পোহাই
পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয়
এইখানে ঘাসের বুকে অযুত সুঘ্রাণ
পরিত্যক্ত প্রেমের মতো উল্লেখযোগ্য স্মৃতি
হয়ে জমে থাকে
* পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয়- জীবনানন্দ থেকে চুরি করা
** আর লিখতে ভাল্লাগতেছে না...
*** আসলে পারি না...
- সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ব্লগ
- ৩৫টি মন্তব্য
- বিস্তারিত...
- ৪৪৩বার পঠিত