ফয়সাল ভাই
ফয়সাল ভাইকে,
লিখেছেন উপল মাহবুব (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ২:৪৮পূর্বাহ্ন)ক্যাটেগরি:
একই ক্যাম্পাসে, হয়তো কখনো
হেঁটে গেছি পাশ কেটে, লক্ষ্য করি নি,
হয়তো ক্যাফেটেরিয়ায়,
কিংবা লাইব্রেরির লম্বা টেবিলে
বসেছি একসাথে - জানতে পারিনি।
বুঝতে পারি নি, হবে না পরিচয়
আর কোনও দিনও, শুধু
অনুভবে তীব্র হবে টান,
ভাবতে পারি নি, যাবে
এ জগত পিছে ফেলে,
পথ চলা হবে অবসান।
যেখানেই থাকেন, ভাল থাকুন...
- উপল মাহবুব এর ব্লগ
- ৫টি মন্তব্য
- ৪১১বার পঠিত