আমি একজন প্রতিভাহীন মানুষ। তাই বরাবরই আর সবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাফল্যে, পারদর্শিতায় অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবি সেই ব্যক্তির কতই না প্রতিভা। সবসময়ই আমি পারদর্শিতা আর প্রতিভাকে গুলিয়ে এসেছি যেমন, ঠিক তেমনি এটাও বিনা প্রচেষ্টাতেই স্বীকার করে নিয়েছি যে আমাকে দিয়ে এইসব হবে না।
“আর বইলেন না, ওই যে মৃদুল আসে না? ব্যাটা কোন এক বিজ্ঞাপনের এজেন্সীতে য্যান কাজ করে। তা করুক গা, যত ইচ্ছা করুকনা, আমিও তো করসি? কিন্তু তাই বইল্যা কি নিজের জীবনটাও একটা চলন্ত বিজ্ঞাপন বানায় ফালাইতে হইবো নাকি?! ব্যাটা কাপড় পরে য্যান বিজ্ঞাপনের মডেল, কথা কয় য্যান নিজেই বিজ্ঞাপন, মোবাইলের রিংটোনও রাখসে এক বিজ্ঞাপনের গান, আবার দেখি পাতিল পিটায় গান...