প্রাক-কথনঃ আবারো রামস্টাইন গান। তবে এইটার পরে নতুন কিছু উপহার দেবার ইচ্ছা আছে। যদিও আমার আর কৌশিকের রামস্টাইন প্রজেক্ট চলবেই । মূল কথা আর তার ইংরেজি আনুবাদ পাবেন এখানেঃ
http://herzeleid.com/en/lyrics/reise_reise/amerika
এই গানটি আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির প্রতি কটাক্ষ করে লেখা। অনুবাদের সময় মুলভাব আর ছন্দ বজায় রাখার যথাসম্ভব চেষ্টা করেছি। আশা করছি পছন্দ হবে। ধন্যবাদ।
আমেরিকা
রামস্টাইন
...
জার্মান বেনজিন শব্দের অর্থ পেট্রোল বা গ্যাসোলিন
বেনজিন
চাই সময়, নয় হ্যারোইন
না অ্যালকোহল না নিকোটিন ,
সাহায্য নয়, নয় কফে'ইন
চাই ডুনামিট আর ত্যারপেন্তিন !
চাইছি তেল, হবে গাসোলিন !
দাউ দাউ জ্বলা সেই কেরোসিন
অক্টান অনেক .. লেডহীন
জ্বালানী যেন ঠিক
বেনজিন !
বেশ আছি, দেখ বন্ধুহীন
চাই না কোকেন, বা মেডিসিন
চাই না নারী, চাই ভাসেলিন
কি...