Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

বেনজিন

বেনজিন

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ২০/১১/২০০৮ - ৩:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জার্মান বেনজিন শব্দের অর্থ পেট্রোল বা গ্যাসোলিন

বেনজিন

চাই সময়, নয় হ্যারোইন
না অ্যালকোহল না নিকোটিন ,
সাহায্য নয়, নয় কফে'ইন
চাই ডুনামিট আর ত্যারপেন্তিন !
চাইছি তেল, হবে গাসোলিন !
দাউ দাউ জ্বলা সেই কেরোসিন
অক্টান অনেক .. লেডহীন
জ্বালানী যেন ঠিক
বেনজিন !

বেশ আছি, দেখ বন্ধুহীন
চাই না কোকেন, বা মেডিসিন
চাই না নারী, চাই ভাসেলিন
কি...