গরম এক মগ "সবুজ চা" নিয়ে তোমাকে লিখতে বসলাম, যতক্ষন চা শেষ না হবে ততক্ষন লিখতেই থাকবো............
কি আমার উপর রাগ করে আছো? রাগ করোনা, একটা মজার এক্সপিরিমেন্ট (আমাদের সাংসারিক ঝগড়ার) হয়ে গেল আজ, তাইনা! আধো, না বলে, বা পুরো কথা বলেই আমরা এক অন্যকে অনেক কিছু বুঝিয়ে দিতে পেরেছি!!
তোমার অমন উদাসিন উত্তরে (তোমার মতে নাও হতে পারে) আমার অনেক কষ্ট হচ্ছিল তখন, মনে হচ্ছিল মরে যাই, দুরে কোথাও চলে যাই অথবা সর...