তুমি ছিলে হঠাত্ তুমি নাই
সবাই থাকে,কেউ চলে যায় দূরে
তুমি ছিলে হঠাত্ তুমি নাই
বহেমিয়ান নদীর অচিন সুরে
সেই নদীতে ঢেউ ভাঙ্গা তোলপার
অযুত সপ্ন,সহস্র রাত একা
রাতপ্রহরির রাত কাটে না হায়
হয়না যে তার সুর্যশপথ দেখা......
তুমি ছিলে সবুজ ছিল বনে
ফিরে চাওয়া আকাশচারি মেঘে
মেঘের ভাজে বৃষ্টি এখন তুমি
চোখের কোণে থমকানো আবেগে......
তুমি ছিলে হঠাত্ তুমি নাই
অভিমানী অনেক পথের দূরে
জোছণাগুলো জাগ্রত ...