ধূসর গোধূলীর উৎসাহে এই ছবিটি তোলা এবং প্রকাশ করা হলো। সুতরাং সমস্ত প্রশংসা আর নিন্দা উনার প্রাপ্য। শীতের মধ্যে, বরফের মধ্যে আমরা কিভাবে পুতাইয়া - ভুতাইয়া যাচ্ছি তাহার একটি ছোট অনুজ্জল নমুনা মাত্র এইটি। কোন কনটেষ্ট এর ফটো ভেবে আমাকে কেউ লজ্জা দিবেন না। আমাদের অতি সাধের ও বহুল প্রতীক্ষার একটি উইকএন্ড কেটে গেলো বরফের তলায় ঠিক এই ভাবে।
তানবীরা
২৩. ১১.০৮