বেশ কিছু আইপি এড্রেস ব্লক করা হয়েছে। এসব আইপি থেকে মাত্রাতিরিক্ত অনুরোধ আসছিল। ব্লক করার ফলে জানামতে যদি কারো যদি সচল সাইটে ঢুকতে সমস্যা হয় অনুগ্রহ করে (sachal@exemail.com.au) এ একটা ইমেল করে দিন। (কেউ ব্লকড হলে এ নোটিশটিও দেখতে পাবেন না।)
আর কোন ধরনের কোন সমস্যা এখন নেই।
আপডেট - ১:
সমস্যার সমাধান হয়েছে। বাড়তি সাবধানতা হিসেবে কোন পোস্ট বা মন্তব্য লেখার পর "সংরক্ষণ" বাটনে ক্লিক করার আগে (Ctrl+A, Ctrl+C দিয়ে) কপি করে রাখুন। সাইট কিছুটা ধীর মনে হতে পারে। কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।
--------------------------------------------------------------------
সচলায়তন সাইটে ২/৩ দিন থেকে কিছু সমস্যা দেখা দিয়েছে, আজ তা বাজে অবস্থায় আছে। সমস্যার দরুণ সাইট লোড না হওয়া বা "The page you are looking for is temporarily unavailable. Please try again later."...