মুক্তমনায় বিপ্লব পাল নামে এক ভদ্রলোকের "ঠিকাদারতন্ত্র" শিরোনামে একটি প্রবন্ধ দেখলাম। সেখানে তিনি জানাচ্ছেন, "অসামিরক ভারত-আমেরিকা নিউক্লিয়ার চুক্তির অন্ধ বিরোধিতা একধরেনর রাজৈনিতক আত্মহত্যা"। ভারতের বামপন্থীরা এই চুক্তির বিরোধিতা করায় তিনি মহাখাপ্পা, জানাচ্ছেন- বামপন্থীদের বিশ্বাসযোগ্যতা ও বুদ্ধি শুণ্যের কিছু নীচে। এই বিপ্লব পাল কিন্তু নিজ...