[উত্সর্গঃ রানা মেহের –অভিধানের বিনিময় মূল্য একশ তিনটা পিদিম]
ডুব সাঁতারের চিহ্নমাখা মানুষ আমি
জলের কাছে, স্রোতের কাছে সমর্পিত মানুষ
সারাদেহে জলের আদর মাখতে থাকা বেভুল কিশোর
আজ যদি সেই শস্য তুলে আনি
ডানার নিচে স্বচ্ছ নদীর শীতল পানি
আজকে যদি আবার বলি
না গাওয়া সেই গানের কলি
ফের যদি সেই জলের সনে, জালের সনে
বিষাদনগর ইস্টিশনে
প্রেমের পাশে স্বপ্নাহত প্রেমিক আমি
গাঁ’য়ে ফেরার ট্র...