০১
তারিখটা ছিলো ৬ই নভেম্বর, সাল ইংরেজী ২০০৮।
সে রাতে বাসা থেকে হলে গিয়েছিলাম আমাদের শেষ বর্ষের র্যাগের প্রোগ্রামে আনন্দ ফূর্তি করার জন্য। সারাদিনের ব্যস্ততায় আর কোন খবর শোনা বা দেখা হয় নি। হলে গিয়েই শুনলাম, আমাদের ব্যাচমেট সিভিলের ছাত্র ফয়সাল কুমিল্লার কাছে এক্সিডেন্ট করেছে। কতটুকু আহত তা কেউই কিছু বলতে পারলো না। তবে চমকে উঠলাম যখন শুনলাম এক্সিডেন্ট হয়েছে এসিডবাহী এক ট্...