Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

পোয়েটস অব দ্য ফল

হেমন্তের কবিদের গান - Where Do We Draw The Line

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: শনি, ২৯/১১/২০০৮ - ১১:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের হাতে এক অনন্ত বিস্ময়; নীরব সত্যের রেখা আমাদের চোখে... সে অবিরাম শিকার খুঁজছে।

So why do we keep up this charade
How do we tell apart the time to leave from the time to wait

শিখা ও ছায়ার নাচে রচিত হয় অশ্রুত কবিতা । অথচ শেকলবদ্ধ পাখির মতো, একাকীত্বের ভার বয়ে যাচ্ছ তুমি।

The dance of flames and shadows in the street
Make poetry nobody's ever heard
The weight of loneliness stands on your feet
The cage already there around the bird

তার চেয়ে এসো, ভালোবাসি। যদি না-ই জানো কি হবে আগামীতে, পরিণাম ভেবে কি লাভ বল?

আমি হারিয়...