কাল রাতে আম্মু আমার প্রিয় খাবার গুলো রান্না করেছিল, খিচুরি, লতা দিয়ে চিংরি, ডিমের তরকারি। খেতে খেতে হেসে হেসে আম্মুকে মজা করে বলছিলাম কাল রাতে এসময়ে আমি থাকবোনা। আম্মু শুধু চুপ করে শুনেছিল। তখন ভাবিনি আজ একি সময়ে আমি এত কষ্টে থাকব।
প্রচন্ড একটা কষ্ট হচ্ছে বুকে। হার্ট টা যেন কেউ খামচি দিয়ে ধরে রেখেছে, কিছুতেই ছারছে না। টপাটপ চোখ দিয়ে পানি পড়ছে, চেষ্টা করেও আটকাতে পারছিনা। সব মনে ...