বইটা নিয়ে আগে থেকে আগ্রহ ছিল। যখন প্রকাশক টুটুল ভাই জানান, বইটা মেলায় আসতেছে। তারপর বইমেলা শুরু হলে টুটুল ভাইকে গুঁতানো, কবে আসবে। আসছি আসছি করে আর আসে না। এর-ওর বই আসে। কিনি। আর এই বইটির জন্য অপেক্ষা করি। টুটুল ভাই বলেন, লেখক পাণ্ডুলিপি দিছে, কিন্তু ফ্ল্যাপ লিখে দেয় নাই। তাকে মেইল দিছি। এই দিলো বলে! লন্ডন থেকে লেখকের ফ্ল্যাপ আর আসে না। মাঝে প্রকাশককে একবার হুমকি দিই। তিনি বলেন, লে ...
চাঁদ ও ময়ুর
তৈমুর রেজা
হে অলস কবি, তোমাকে পেরোতে হবে ছয় ক্রোশ পথ; নীল ময়ুরের পেখমদানি খুঁজে আনো শহর ছেনে, কয়েকটি গোলার্ধের তারা বুনে সেখানে পেখমদানি বানাতে পারে ভিনদেশি কারিগর; তুমি তাহার তালাশ করো; নীলের বিচিত্র সম্ভার তুমি স্পর্শ করো অনিরুদ্ধ আকাক্সায়, এইবার তোমার ময়ুর বাঞ্ছা করেছে এই লোকায়ত উপহার; তুমি আকাক্সার শূন্যঘর পূরণ করে দাও।
গৌরচাঁদের ভাঙা কলোনিতে চাঁদের উর্বর আল...