চাঁদ ও ময়ুর
তৈমুর রেজা
হে অলস কবি, তোমাকে পেরোতে হবে ছয় ক্রোশ পথ; নীল ময়ুরের পেখমদানি খুঁজে আনো শহর ছেনে, কয়েকটি গোলার্ধের তারা বুনে সেখানে পেখমদানি বানাতে পারে ভিনদেশি কারিগর; তুমি তাহার তালাশ করো; নীলের বিচিত্র সম্ভার তুমি স্পর্শ করো অনিরুদ্ধ আকাক্সায়, এইবার তোমার ময়ুর বাঞ্ছা করেছে এই লোকায়ত উপহার; তুমি আকাক্সার শূন্যঘর পূরণ করে দাও।
গৌরচাঁদের ভাঙা কলোনিতে চাঁদের উর্বর আল...