কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।
মনত তোমার কিসের দুস্ক রে?
ও ভাই মোর বান্ধ গতর হিয়া
নিজের হিসাব বুঝে নিতে
হবে এবার তোমাকে দিয়া রে।
সময় তোমার বইয়া যায় রে
ও ভাই মোর দেরি আর কইরো না।
কোন পন্থেতে যাইতে হবে
তোমারই তো আছে জানা রে।
কৃষান-মজুর বাংলার সাথীরে
ও ভাই মোর তোমার কিসের ভয়?
তোমার হাতেই দেশের কাঠি
হবে রে হবে রে হবে জয়।
...
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা,
মানুষের এই দুঃখ দেইখা কান্দে চন্দ্রতারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
নদীর দেশ এই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা,
আর আজ পদ্মা-মেঘনা-যমুনাতে বহে রক্তের ধারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
কত সাধের ছাওয়াল আমার রাস্তায় পইরা মরে,
শকুনের দল ছিঁড়িয়া খায় বাঁচায় না কেউ তারেরে দয়া...