২৬শে মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষণা বিষয়ে হঠাৎ পেয়ে যাওয়া একটা অজানা কাহিনী শেয়ার করার জন্যই লিখছি। একটু ভুমিকা দিতে হচ্ছে।
আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই তাই যখন বই পত্রে পড়ি বা কারো মুখে মুক্তিযুদ্ধাদের সাহসিকতার গল্প গুলো শুনি তখন অবাক হয়ে যাই। অবাক হয়ে ভাবি কি করে পারল ওরা সুশিক্ষিত পাকিস্তানি আর্মির বিরুদ্ধে মনোবল ধরে রাখতে। আস্তে আস্তে খোঁজ করি, আস্তে আস্তে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা আমার কাছে আর স্পষ্ট হয়। নেটে খোঁজাখুঁজি করি কিন্তু ভাল করে কোথাও কিছু পাই না। তাই ভাবলাম স্বাধীন বাং...