Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

দেশের গান

দেশের গানঃ যদি মরণের পরে কেউ প্রশ্ন করে

নিঘাত তিথি এর ছবি
লিখেছেন নিঘাত তিথি (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথাঃ মোহাম্মদ রফিকুজ্জামান
সুরঃ খন্দকার নুরূল আলম
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

যদি মরণের পরে কেউ প্রশ্ন করে
কি দেখেছি?
আমি বলব চোখের কাছে নাও না জেনে
ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি।।

প্রশ্ন করে যদি কি পেয়েছি আমি সারাটি জীবন
বলব নাও না পড়ে আমার এ মন
এ দেশের মানুষের ভালোবাসা পেয়ে
বুকের ভাষায় কাব্য লিখেছি।।

প্রশ্ন করে যদি কি দিয়েছি আমি বিনিময়ে তার
বলব মৃত্যুকে শুধাও এবার
এ দেশ...


এক নদী রক্ত পেরিয়ে

নিঘাত তিথি এর ছবি
লিখেছেন নিঘাত তিথি (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৮:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক নদী রক্ত পেরিয়ে
কথা ও সুরঃ খান আতাউর রহমান
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ

এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না।।

হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গ...


'এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৬:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.
বাংলার ধনুকের ছিলায় ছিলায় যতো টান
তীরের ফলায় তবু বিষ নয়, লালনের গান
সে গানে বিদ্ধ বুক , রক্তে অশ্রু ছলোছলো
এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?

'শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল' রবি গানে
যে নদীর কুল নেই , সে স্রোতে বৈঠা যারা টানে
আব্বাসউদ্দীন দরিয়ায় ধরেছেন সুর
শাশ্বত বেহুলার ভালোবাসা, সিঁথির সিঁদুর
ভাষাশহীদের খুনে শিশির ও আরো লাল হলো
এ যদি...