বিজয় দিবসের অনেক পোস্ট এসেছে। এবারের বিজয় দিবস নিশ্চিতভাবেই একটু আলাদাভাবে পালিত হচ্ছে। সবাই সরব হয়েছে যুদ্ধাপরাধীর বিচারের দাবী নিয়ে, আসছে দুই সপ্তাহ পরে জাতীয় বির্বাচন, তত্তাবধায়ক সরকারের কার্যক্রম, বকধার্মিকদের বকের ভাস্কর্যে হামলা, ইত্যাদি নানবিধ বিষয় নিয়ে প্রবাসী সচলদের মত আমিও দেশকে খুব মিস করছি।
আজ রাসেলের ছবিতে রাতের ঢাকার কিছু ছবি সবার সাথে শে...