বাসে তুমুল মারামারি। হেলপার আর কন্ডাকটরের মধ্যে। ব্যাপার কী? পেছন থেকে উঁকিঝুঁকি মেরেও বুঝা যাচ্ছে না। সামনের জনকেও জিজ্ঞেস করে কিছু জানা গেল না। অতঃপর এগিয়েই গেলাম।
মারামারি অমুক পরিবহনের বাস কোন কোম্পানির তৈরি তা নিয়ে? হেলপার বলে একটা, কন্ডাকটর বলে আরেকটা। এভাবে কিছুক্ষণ তর্ক চলতে একপর্যায়ে অভিধানবহির্ভূত শব্দপ্রয়োগ শুরু হয়। ফলে উত্তেজনা, উত্তেজনা থেকে মারামারি। বেশ কি...