ক্রেডিট ক্রাঞ্চ নামে এই জিনিসটার নানা কিসিমের সাইড এফেক্ট দেখা দিচ্ছে দিনে দিনে। যেমন বছরের শুরুতে ভাবা হচ্ছিল যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলো এই যাত্রায় তেমন বড় ধাক্কা খাবে না। গ্যাঞ্জাম তো আর আমাদের থেকে শুরু হয়নি। সাবপ্রাইম ঘিরিঙ্গি লেগেছে মূলত আমেরিকাতে, আর বড় বড় ব্যাংক যেগুলো ধরা খেয়েছে সেগুলো সবই উন্নত বিশ্বের, হয় মার্কিন নয় ইউরোপীয়। তাই 'বিশারদ'রা - ...