ভাটফুল ফোঁটার সময় আমন্ত্রণ জানানো হয় না বলে নিশ্চয়ই অভিমান হয় এই অকৃতজ্ঞ আমাদের প্রতি! হয়তো বা নয়। আমরা মানুষেরা কবেই বা কৃতজ্ঞ ছিলাম তোমাদের প্রতি? তোমাদের বাতলে দেয়া কতকিছুইতো ছেড়ে দিয়েছি কত আগে। হাবাহুয়া...দাকবেওয়াল...সংস্রেক বিশ্বাস...অনেক ,অনেক কিছুই। মি.মান্দির (ধানের মা) কাছে তোমাদের দেওয়া কথার মান আমরা রাখতে পারিনি, কেননা ধানের হিজা মাথায় করে ধানের মাকে নাচানোর ইচ্ছেগুলো...