নীতিনির্ধারণী বিষয় নিয়ে নির্বাচনী বিতর্কের সংস্কৃতি এদেশে অনুপস্থিত। তবে প্রতিটি দল নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করে। সেখানে দল ক্ষমতায় গিয়ে কী করবে, তার আভাস পাওয়া যায়। মেয়াদান্তে ইশতেহারের কতোটুকু অর্জিত হলো সে হিসেব অবশ্য পাওয়া যায় না। তবে বাস্তবায়িত হোক বা না হোক, ইশতেহার থেকে বুঝা যায় দলগুলো নীতিনির্ধারণী ক্ষেত্রগুলোতে কী চিন্তা করছে এবং অন্যদের থেকে তাদের পার্থক্...
রঙচঙে মুখোশে যতই মুখ ঢাকবার চেষ্টা করা হউক না কেন, মুখোশে কিন্তু ঠিকই মুখের একটা আদল ফুটে উঠার সম্ভাবনা থেকেই যায়। আওয়ামী বিএনপি জামাত নির্বাচনী ইশতেহারে যতই ভালো ভালো
কথা বলার চেষ্টা করুক না কেন, শ্রেণী চরিত্রের কারণেই তাদের গণবিরোধী অবস্থান একটু খেয়াল করলেই উন্মোচিত হয়ে পড়ে। আওয়ামী লীগ, বিএনপি , জামাত ... এদের বিরুদ্ধে একটা সাধারণ অভিযোগ হলো যে এরা এদের নির্বাচনী প্রতিশ্রুতি ...