শুনলে লোকে হাসে। কাউরে কইতাম পারি না। বয়েসও তো কম হলো না। আর আমি কিনা জীবনে কোনদিন সেন্ট মার্টিন যাই নি। তার মধ্যে সদ্য একটি এ্যাডভেঞ্চার ক্লাব ফরম করেছি। নাম - বিয়ন্ড এ্যাডভেঞ্চার ক্লাব। লোকে একদম যা তা বলে। এ অপমান আর সহ্য হচ্ছে না। তাই আর দেড়ি নয়। সব ঠিক ঠাক। কাল সকাল নয়টায় বাস। সোহাগ। আফিসে চাপা মেরে দুই দিন ছুটি আদায় করেছি। বউ বলে, শুধু তুমি ক্যান, আমিও তো আগে কোনদিন যাই নাই। এ...