ভারতীয় মিডিয়াতে এমনিতে বাংলাদেশ খুব একটা গুরুত্ব পায় না। কিন্তু সম্প্রতি, নির্বাচনের কল্যাণে মিডিয়াতে বাংলাদেশ সংক্রান্ত যথেষ্ট সংখ্যক খবর আসছে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের নির্বাচন মোটামুটি দুটো ধারায় আসছে। একটা বাঙালী মিডিয়াতে, আরেকটা সর্বভারতীয় মিডিয়াতে। মজার কথা (হয়ত স্বাভাবিকভাবেই) দুটো সম্পূর্ণ ভিন্ন ধারার প্রতিবেদন।
নির্বাচনের সবথেকে ভাল প্রতিবেদন দিচ্ছে আনন্...