শুনেছি ভোট দিলে নাকি আজ কাল বেহেস্তেও যাওয়া যায়। সহজ সরল ধর্মভীরু এই মানুষগুলোর আবেগ আর ধর্মীয় অনুভূতিকে পূঁজি করে ভোটের মাঠে নেমেছে রাজাকাররা। ধর্মের ভয় দেখিয়ে আর বেহেস্তের লোভ দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে তাঁরা। আমি জানি এই ব্লগ পড়বেনা প্রত্যন্ত অঞ্চলের ...