নতুন বছরে দুঃখ-আনন্দের আসন বন্টনে দুঃখের ভাগে জামায়াতের মতো কেবল ২টি আসন জুটুক। সমস্ত হতাশা জীবন থেকে বিতারিত হয়ে কুপুত্রের মতো লন্ডনে নির্বাসিত হোক। বেদনার সব অনুভুতি খন্দকার দেলোয়ারের পায়জামার মতো টুপ করে ঝরে পরে যাক। সমগ্র বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে আনা ২৬২টি নীলপদ্মের সৌরভে বরুনা ওয়াজেদ অন্তত এইবার, একটি বারের মতো কথা রাখুক।
শুভ নববর্ষ।
অতিথিঃ বাবুবাংলা
বাবুবাংলা @ ...