আঠারোটি মাস আমার জনগণ ঘেরাও হয়ে আছে। তারা বন্দী, বিশ্বের সবচেয়ে বড় কারাগারে। তারা অবরুদ্ধ, স্থল, সমুদ্র ও আকাশপথে। তাদের খাদ্য কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে চিকিতসার উপায়। খাঁচাবন্দী প্রাণীর মতো তারা ধুঁকছে। বিনাশের এই ধীর কর্মসূচির পর এখন শুরু হয়েছে বোমাবর্ষণ। এই ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কোনো কিছুই আস্ত রাখেনি, সরকারি ভবন থেকে শুরু করে ঘরবাড়ি, হাসপাত...