০
পরীক্ষা এগিয়ে আসলেই আমার লেখাপড়ায় অনীহা বেড়ে যায় । তখনই ভাল ভাল গবেষণা মূলক চিন্তা গুলো মাথায় ঘুরপাক খায় । আর গবেষণা মূলক জিনিস না থাকলে দেখা যায় সাধারন কৌতূহল চাগা দিয়ে উঠে । এইবার চাগা দিয়ে উঠেছে ফেসবুক প্ল্যাটফর্মের প্রতি কৌতূহল । গত দুই দিন ধরে ফেসবুক প্ল্যাটফর্মে ডেভেলপমেন্ট নিয়ে নাড়াচাড়া করছি । দুইদিনের অভিজ্ঞতা নিয়ে এটা একটা এলোমেলো টেক ব্লগ লিখলাম । ব্যপারটা ঠিকমত ...