আজকাল কষ্টগুলো চেপে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরে জন্মে, মুসলমান নাম নিয়েও আমরা কতটাইবা আর ধর্মকে চর্চা করি। আমার মত নামমাত্র মুসলমানই পৃথিবীতে আজ অনেক বেশি। তারপরও আমাদের পরিচয় মুসলমান হিসেবেই। গাজায় ফিলিস্তিনিদের অবরোধের ইতিহাস, জাতি হত্যার ইতিহাস, ইহুদিদের ইতিহাস, সবই আজ আমাদের সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির। মুসলমানরাই ধর্মের কথা বললে মৌলবাদ হয়ে যায়। কিন্তু ই...