ইয়ে, মানে একটা ব্যাক্তিগত প্রশ্ন করি, শেষ কবে ঘুষ দিয়েছিলেন? মানে ইচ্ছায়, অনিচ্ছায় কিঞ্চিত তেলপানি দেয়া লেগেছিল? পাসপোর্ট করার সময়? বিদ্যুতের ভূতুড়ে বিল সামলানোর জন্য? কলেজের সার্টিফিকেট ইংরেজী করার সময়? বাড়ি সংক্রান্ত কোন কাজে রাজউকে? নাকি বছরশেষে ইনকাম ট্যাক্সের ঝামেলা ভদ্রলোকের মত মেটানোর জন্য আপনার ট্যাক্স লইয়ার আপনাকে বলেছিল আপনার ট্যাক্স এত টাকা, আমার ফী এত টাকা আর এই টাকার ভেতরে জান ছুটানোর জন্য ট্যাক্স অফিসের খরচ এত টাকা?
মনে করি একটি কাগুজে টাকার (নোটের) পুরুত্ব ০.২৫ মিমি (মিলিমিটার) । আসলে অবশ্য আরো একটু বেশি, আমরা কমিয়েই ধরলাম ।
আরো মনে করি আমাদের আছে ১,৩৮০ কোটি টাকা । মানে অঙ্কে লিখলে ১,৩৮০,০০,০০,০০০ টাকা । বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারি ১.৩৮ X ১০১০ টাকা ।
যদি ১০০ টাকার নোটে এই পরিমান টাকার একটা স্তম্ভ বানান যেতে পারে যার উচ্চতা হবে ৩৪.৫ কিমি.(কিলোমিটার) । আ...