আশ্চর্য! এই অসময়ে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি! সারাদিন ঝিরঝির বৃষ্টি হেমন্তের হীম যেন আরও বাড়িয়ে দিল। বৃষ্টি ভেজা মেটে গন্ধ বাতাসে। রমা বুক ভোরে নিঃশ্বাস নিল। সেই দিনটাও তো আজকের মত ছিল। ধূসর কালো মেঘের ছড়াছড়ি ছিল সারা আকাশ জুরে। যদিও মন খারাপ করে দেয়ার মত পরিবেশ, তবুও সেদিন রমা ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে।
বেশ আরামের একটি ঘর ছিল তার। চারপাশে নির্ভরতার দেয়াল, ওমওম উষ্ণতা আর নরোম আবেশ সারা শরীর জুড়ে। দিন কিংবা রাত নিয়ে ভাবতে হতো না, খাবার দাবার, ঘুমের সময় নিয়েও ভাবতে হতো না। শীত, গ্রীস্ম, রোদ, বৃষ্টি, এসব নিয়েও ভাবনা চিন্তারও কোন বালাই ছিল না। পাখির পালকের মতো হালকা সময়কে জড়িয়ে জড়িয়ে বেশ ভালোই কাটছিল তার।
এতো আরামের মাঝেও একটা কিছুর অভাব টের পেয়ে গেলো সে...