দেশের সচিব, বিচারক এসব কর্মকর্তারা যদি অপতৎপরতায় লিপ্ত হয় তাহলে দেশে গণতন্ত্র বলি, ন্যায়বিচার বলি, গুড গভার্নেন্স বলি সবই ব্যর্থ হতে বাধ্য।
প্রকৃতপক্ষে ব্যাপারটা কী? সরকারি কর্মকর্তারা রাজনীতিবিদদের দুর্নীতিগ্রস্ত করুক; অথবা রাজনীতিবিদেরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিদের দুর্নীতিগ্রস্ত করুক; দেশ যে দুর্নীতির কারণেই আজ স্বাধীনতার ৩৭ বছর পরও সবক্ষেত্রেই একটা ব্যর্থ ...