বুয়েটের MATH Dept নিয়ে সবার কম বেশি বাজে অভিজ্ঞতা আছে। আমি যখন বুয়েটে ঢুকি তখন ধরে নিয়েছিলাম একটা বিষয়ে A+ পাবই সেইটা হল MATH. CTতে ভালই মার্কস পাওয়ায় ধরে নিলাম এই বিষয় নিয়ে কম ভাবলেও হবে। তখন আমি নির্জন ভাই-এর কাছে C শিখতাম। উনি বলছিলেন টার্ম ফাইনালে দেখবা MATH-এর মজা!! আমিতো বুঝি নাই কি মজা! যখন টার্ম ফাইনাল আসলো তখন বুঝলাম কি মজার কথা বলছিলেন উনি!! যেই math কোনোদিন করাই নাই এবং বই-এর সবচেয়ে কঠিনতম mat...