Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

রণদীপম

শুভ জন্মদিন রণদীপম বসু !

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে ৩১ শে জানুয়ারি আমাদের প্রিয় সচল রণদীপম বসুর জন্মদিন ।

রণদার সাথে আমার পরিচয় প্রথমে সচলায়তনেই । প্রথমদিকে, যখন দুজনেই অতিথি ছিলাম, একজন আরেকজনের ব্লগে টুকটাক মন্তব্য করতাম । মাঝে মাঝে মন্তব্য গুলো একটু বেশি বেশি হয়ে যেত, বয়সের দোষ আর কি । অন্তত আমার তাই ধারনা ছিল ।

এর কিছুদিন পর রণদা শুরু করলেন তার ইয়োগা সিরিজ । আমার কাছে খটকা লাগল - ব্যাপার কি, এত ভারী জিনিসের পিছে লাগল কেন ? ...