সচলেরা ছড়িয়ে আছেন সারা পৃথিবী জুড়ে। সচলেরা নতুন বছরের প্রথমদিনের সূর্যোদয়ের ছবি যদি এখানে আমাদের সাথে ভাগাভাগি করে নেন তাহলে দারুন একটি ব্যাপার হবে। আমরা সারা পৃথিবীর নতুন সূর্য দেখতে পাবো।
২০০৮ এর শেষ দিনের সূর্যাস্তের ছবিও আসতে পারে।
কিংবা নতুন বছরের আনন্দ উৎসবের ছবি। রাতের কাউন্ট ডাউন, নাইটক্লাব, আতশবাজি, আলোকশয্যা, দাওয়াত, খাদ্য-খানা-পানীয়।
© অমিত আহমেদ