শায়ের আমান,
একদিন শীতের শরীর
বিস্তৃত শেওলা ঘেরা
চেনা ঘরের
ভাঙ্গা দরজায়
পারাপারের বাহক দেখে
অসহায় তাকিয়ে থাকবে
জড় শরীর হাত বাড়িয়ে
জানালা খুলে দেয়ার প্রয়াসে
নির্লিপ্ত সময় ফিরে তাকাবে
ফেলে আসা দূর অতীত
চেনা মানুষ
প্রয়ানের নীলকন্ঠ
গীত গাইবে
কেও শুনবে না
কেও বুঝবে না
কেও দেখবে না