অর্থনীতির েেত্র নব্বই দশকের পর থেকে বিশ্বায়ন সংক্রান্ত ধারনা ছিল প্রচার-আলোচনার কেন্দ্রে। মুক্ত বাজার নীতি বিবেচিত হয়েছে অর্থনীতির েেত্র বিকশিত প্রক্রিয়া হিসেবে। নতুন বিশ্ব ব্যবস্থায় নতুন করে প্রতিটি দেশের অর্থনীতিকে ঢেলে সাজানোর প্রয়োজনে মুক্ত বাজারের পথে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই- এর পে জনমত গড়ে তুলতে অর্থনৈতিক শক্তিগুলো ছিল তৎপর। যারা সে মতের বিরোধিতা করেছিল তাদের ...