বিধাতা যে পুরোপুরি হৃদয়হীন (অন্তত আমার বেলায়) সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। নইলে এভাবে আমাকে বিপদে ফেলে তার কি লাভ? রাগে, দুঃখে আর ভয়ে এখন খাবলা খাবলা মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কামড়ে কামড়ে নিজের হাত নিজেরই খেতে ইচ্ছে হচ্ছে। গতবারও একই বিপদে পড়ে কোনমতে এবারের কথা বলে পার পেয়েছিলাম। কিন্তু এবারও তো সেই একই ভুল! এখন আমি কি করি???
গতকাল গভীর রাত পর্যন্ত মুভি দেখে যখন ঘু...