যোগসুত্র অনড় আর অদ্বিতীয়-
তোমার আর আমার বড় বেশী নিবিড় বাঁধন!
অস্টেপৃষ্ঠে চৌপ্রহর
বড় বেশী পাংসুটে ধুসর-আলো-দিন!
অস্থির আর অনিয়ন্ত্রিত যুদ্ধদিনে
অনেকেই পেরিয়ে গেলো পথ,
ছায়া কায়া কুয়াশা আর
মোহনায় যতিক্লান্তনিকষআধার!
অথচ তখন দিন ছিল, রাত ছিল,
কারো কারো বোধও ছিল।
কৃষ্ণচুড়োর স্তরে স্তরে জমে ছিল পরাজিত
সারিবদ্ধ পিপড়ের দল।
তারই একপাশে তুমি আর আমি-
বিবমিষা, অসীম উন্মাদনার বাঁশী হ...