[উত্সর্গ (প্রেরণা কিংবা গিট্ঠু, কিংবা নেহাতই সৃষ্টি-অসুখ চুলকানি):
নজরুল ইসলাম'র দশ টাকার ফালতু জীবন আর মূর্তালা রামাত'র সুখ]
১।
'সুখ' ব'লে কি
আছে কিছু এ মর্ত্যে?
কে বা জেনেছি!
২।
সুখ কই হে?
মদ-নারী-মার্কেটে।
ঘরে নাই রে!
৩।
সুখ কৈ বয়?
নদীটার ঐপাড়ে
আছে নিশ্চয়!
৪।
সুখী বলো কে?
যারে ভাবো, সে ভাবে
দুখী নিজেকে!
৫।
সুখী কৈ কে যে!
খুশি যার পাল্টে...
খোলা হবে মূর্তালা রামাত-এর “অনুবাদ কবিতা”
পৌঁছে গেলেন কষ্টালজিয়া'র কবি মূর্তালা রামাত। চ’লে এলো "অনুবাদ কবিতা" নামে তার দ্বিতীয় বইটি।
হ্যাঁ ভাই, হ্যাঁ বোন, সময় এখন নিতান্তই অল্প, সবকিছুর জন্যই। না চিবিয়ে ইষত্ সংক্ষেপিত খবরে বলি তবে-
অদ্য ১২ ফেব্রুয়ারি ২০০৯, রোজ বৃহষ্পতিবার, সন্ধ্যা ৭ ঘটিকায় বাংলা একাডেমী’র একুশে বইমেলায় নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করা হবে তরুণ কবি সচল কবি ম...