০১
ব্যাপারটা আমি বুঝতে পারতাম অনেক ছোট বয়সেই। যাদের বড় বোন রয়েছে, সম্ভবত তাঁরা সবাইই জিনিসটার তিক্ত স্বাদ কিছুটা হলেও পেয়েছেন। সেই ছোট বয়সে খুব বিরক্ত আর অসহায় লাগতো, কিন্তু কিছুই করার ছিলো না। এই বড় বেলাতে এসেও চুপচাপ বসে থাকি আর দেখি, কারণ আমরা ভাবি আমাদের কিছু করার নেই।
ভাবছিলাম ইভ টিজিং নিয়ে। বাংলাদেশে একজন মেয়েকে কী অসহনীয় পরিমাণ যন্ত্রনার মধ্যে দিয়ে যেতে হয় তা হয়তো অনে...
আগামী কাল পহেলা ফাগুন উপলক্ষে টি.এস.সি. তে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটির নাট্যকলা ও সংগীত বিভাগ।অনুষ্ঠানটি পরিবেশন করবে নাট্যকলা ও সংগীত বিভাগের ছাত্র-ছাত্রী ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ।অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলের আমন্ত্রন রইল.........
সময়সূচী:
র্যালী :বিকেল ৩ টা
অনুষ্ঠান শুরু হবে :বিকেল ৪ টা
অনুষ্ঠান শেষ হবে :সন্ধা ৬ টা
( জয়িতা )