[justify]প্রথমেই বলি কুয়াকাটায় আমাদের যাওয়াটা অনেকটা হুট করে। অনেক দিন দূরে কোথাও যাওয়া হচ্ছিলনা। তাই একদিন হুট করে বন্ধু রাকিব আর আমি বেড়িয়ে পড়ি। আগেই শুনেছিলাম কুয়াকাটায় দেখার মত কিছু নেই, এর থেকে কক্সবাজার অনেক সুন্দর। কিন্তু গিয়ে আমার ধারনা পাল্টে গেছে। এখানে বলে রাখি কক্সবাজার আর কুয়াকাটার সৌন্দর্য সম্পূর্ন ভিন্ন রকমের। রাকিব নির্ধারিত দিনে চট্টগ্রাম থেকে আর আমি ঢাকা থেকে পূর্ব নির্ধারিত স্থা