আজকাল মানুষের হাতে এসএলআর দেখে নিজের ক্যানন এস ৫ টা বের করতে লজ্জা লাগে। তো ঠিক করলাম একটা এসএলআর কিনবো। আমার বাজেটে কুলায় এর মধ্যে আছে ক্যানন ১০০০ডি, নিকন ডি৪০, নিকন ডি ৬০। নিকন ডি৪০, নিকন ডি ৬০ এর সমস্যা এরা এএফ-এস, এএফ-আই লেন্স ছাড়া অন্য নিক্কর লেন্স অটোফোকাস করেনা। তাই ঠিক করলাম ক্যানন ১০০০ডি কিনবো আগামি মাসে ঢাকা থেকে।ফটুকার সচলদের কাছে পরামর্শ চাচ্ছি ক্যানন ১০০০ডি এর পারফর...